Saturday, April 4, 2009


আগাস্টে …


ওইখান দিয়ে
ওরা তো যায়
ওদের নিয়ে
গড়িয়াহাট ধর্মতলা
গড়িয়াহাট ধর্মতলা

স্তনবৃন্তে,
নিকারাগুয়া
বিলবোর্ড রয়েছে মুখচেয়ে
দ্রুত দৃষ্টিবিনিময়ে বলবে কথা
কখনও বা স্হগিত
কখনও অধরা সে কথাবলা ।।

পাথর, ঈশ্বর ।
মূর্তি, বাসস্ট্যান্ড ।

ই-মেল কাঁধে,
জিভের শীর্ষে ইথার ছুঁয়ে
ছুটে যাচ্ছে ধ্রুপদী ডাকহরকরা

বাকি কিছু নেই আর
উঠোনের কাছে, অনন্ত কুয়ার জলে
প্রিপেড রশ্মি নিয়ে
দাড়িয়ে চাঁদ, হাতে রিফ্লেকটার ।

Ramp walk - এ ব্যস্ত প্রতীক্ষাগুলো সব
দুয়ার এটে একা আমি
রাত্রি বড় সমকামী
এখনও যে বাকি,
আগামী আগাস্টে তোমার হাতধরা ।।

সায়ম বন্দ্যোপাধ্যায়
চৈত্র ১৪১৬

No comments:

Post a Comment