
অগ্রিম খবর থাকে না
--- আমরা তো সকলেই সমাপ্তি প্রার্থী --
অনেক কিছু পাল্টে যায়
হঠাৎ,
অনেক কিছুই পাল্টে যায়
সূর্য ভাঙলে
অপার বিস্ময়
ছাই হয় না আর
Orkut Profile হয়ে যায়
Scrap আসে
মাঝে সাঝে,
Scrap পাঠায় ।
বোঝেনা,
বোঝো না
মানুষ মৃত হলে
মানুষ থাকে না,
‘বডি’ হয়ে যায়?
No comments:
Post a Comment