
ক্যানভাস : ১৯৫২ - ২০০৯
একটা নদী
বৃক্ষ সারি সারি
পাশে মাঠ
পশ্চাৎপট, পাহাড়ি --
ঘষে প্যাস্টেল
ওঠে সূর্য
ঠোঁটের কোণে
রণতূর্য ।।
মুখে ভাষা
হাতে,
আবহমান গোলাপ
মিশে যায় সূত্রপাত -
কক্সবাজারে সন্ধ্যায়
বা
এসপ্ল্যানেড মেট্রোয়
কোথাও একটা শুরু
সেই ইতিহাস বিভোর আলাপ ।।
একটা ভাষা
একটা নদী
দু’ধারে মানুষ সারি সারি -
ঘষে আকাশ
ভরে যায় পাতা
হৃৎস্পন্দনে
একুশে ফেব্রুয়ারী ।।
-- সায়ম বন্দ্যোপাধ্যায়
মাঘ ২০০৯
No comments:
Post a Comment