Saturday, February 21, 2009


বর্জ্যভূমি

Porque ese cielo azul que todos vemas ,
Ni es cielo ni es azul. Lastima grande
Que no sea verdad tanta bellaza!
- Bartolome Leonardo De Argensola




১ । মৃতেরা

এখনও নামেনি রজনী
এখনও পথে নামেনি কেউ

এখনও পড়ছে জল
এখনও নড়ছে পাতা
শয্যায় একাকী
প্রতীক্ষায় দোসর
রাধা এবং কলকাতা

এখানে তুষারপাত নেই
মাসের নিষ্ঠুরতা অবর্তমান
সাঁঝবেলায় গ্রথিত শুধু ধূম্র গর্ভপাত
কিছু বৈদ্যুতিন অভিমান

ঊরুসন্ধি সতত ঊষ্ণ এখানে
মাঝে মাঝে দরজায়
কে কড়া নেড়ে যায়
কে ডাকে ‘বাড়ি আছ’ বলে, কে জানে!



২ । অগ্নিবিন্যাস

জল পড়ছে
নড়ছে পাতা

দুয়ারে,

যোনি-প্রার্থী কলকাতা
আষ্ঠেপৃষ্ঠে দৃষ্টি,
আয়নায় বাঁধা
শরীর অন্যত্র ; শয্যায়
ঊরু মন্হনে রত রাধা ।।



৩ । সাদায় কালোয়

দূরভাষ-যোনি
আর্দ্র,
নিঃশ্বাসের গন্ধে
অথবা
ওঠে ঘেমে
জানি, ফুচকা খেতে কেউ দাড়ায় ফুটপাথে
আর কেউ, রাস্তায় নেমে ।।



৪ । মৃত্যু, জলে

উত্তর-অবয়বে গাছ হয়ে যায় তারা
আর তারারা বৃক্ষ সব
তোমার শুরু আমি জানি, জানিনা কোথায় আমার সারা
এখনও নামেনি রজনী, হরফে নিদ্রিত ‘পাখি সব করে রব ’ ।।



৫ । বজ্রকথা

শব্দ ব্রহ্ম
শব্দ একামেবাদ্বিতীয়ম ; আমি শুধু সেই শব্দই শুনি
কমোডে বসে,
নিষ্কাশনের প্রপাতধ্বনি ।।









বিস্তার

পদ্যটি একটি নিষ্কাশন । নিষ্কাশন বহুমুখী - অশ্রু, ঘাম, বমন, মূত্র, মল, হস্তমৈথূন, মৈথূন, পর্দন ইত্যাদি । এই বহুমুখী নিষ্কাসন সার্বভৌম ।

প্রারম্ভিক উক্তিটি স্প্যানিস্ । অর্থ -- ‘ যে নীল স্বর্গ আমাদের প্রত্যেক’কে মোহিত করে, আসলে তা নীলও না স্বর্গও না । আহা কি লজ্জা ! এই অসম্ভব সুন্দরও এত অসত্য ! ’

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. The music has been handled very well in the poem, there is a delicate play between the sublime and the mundane, a surreal mix, a kind of electricity. Cheers!

    ReplyDelete
  3. i should say that it is a pomo rendition of wasteland.d empty cistern n d exhausted well sing some melodious plot in full-throated ease.
    n d song u recreate is beautiful.

    ReplyDelete