
আগাস্টে …
ওইখান দিয়ে
ওরা তো যায়
ওদের নিয়ে
গড়িয়াহাট ধর্মতলা
গড়িয়াহাট ধর্মতলা
স্তনবৃন্তে,
নিকারাগুয়া
বিলবোর্ড রয়েছে মুখচেয়ে
দ্রুত দৃষ্টিবিনিময়ে বলবে কথা
কখনও বা স্হগিত
কখনও অধরা সে কথাবলা ।।
পাথর, ঈশ্বর ।
মূর্তি, বাসস্ট্যান্ড ।
ই-মেল কাঁধে,
জিভের শীর্ষে ইথার ছুঁয়ে
ছুটে যাচ্ছে ধ্রুপদী ডাকহরকরা
বাকি কিছু নেই আর
উঠোনের কাছে, অনন্ত কুয়ার জলে
প্রিপেড রশ্মি নিয়ে
দাড়িয়ে চাঁদ, হাতে রিফ্লেকটার ।
Ramp walk - এ ব্যস্ত প্রতীক্ষাগুলো সব
দুয়ার এটে একা আমি
রাত্রি বড় সমকামী
এখনও যে বাকি,
আগামী আগাস্টে তোমার হাতধরা ।।
সায়ম বন্দ্যোপাধ্যায়
চৈত্র ১৪১৬
ওইখান দিয়ে
ওরা তো যায়
ওদের নিয়ে
গড়িয়াহাট ধর্মতলা
গড়িয়াহাট ধর্মতলা
স্তনবৃন্তে,
নিকারাগুয়া
বিলবোর্ড রয়েছে মুখচেয়ে
দ্রুত দৃষ্টিবিনিময়ে বলবে কথা
কখনও বা স্হগিত
কখনও অধরা সে কথাবলা ।।
পাথর, ঈশ্বর ।
মূর্তি, বাসস্ট্যান্ড ।
ই-মেল কাঁধে,
জিভের শীর্ষে ইথার ছুঁয়ে
ছুটে যাচ্ছে ধ্রুপদী ডাকহরকরা
বাকি কিছু নেই আর
উঠোনের কাছে, অনন্ত কুয়ার জলে
প্রিপেড রশ্মি নিয়ে
দাড়িয়ে চাঁদ, হাতে রিফ্লেকটার ।
Ramp walk - এ ব্যস্ত প্রতীক্ষাগুলো সব
দুয়ার এটে একা আমি
রাত্রি বড় সমকামী
এখনও যে বাকি,
আগামী আগাস্টে তোমার হাতধরা ।।
সায়ম বন্দ্যোপাধ্যায়
চৈত্র ১৪১৬